শ্রীপুরে শহীদ ফরহাদ হোসেন অনার্স ভবন ও স্মৃতিফলক উন্মোচন

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০৩:৪৬ পিএম
শ্রীপুরে শহীদ ফরহাদ হোসেন অনার্স ভবন ও স্মৃতিফলক উন্মোচন

মাগুরার শ্রীপুর নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ফরহাদ হোসেন ও মির্জা নওজেশ হোসেন অনার্স ভবনের উদ্বোধন করা হয়েছে।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ফরহাদ হোসেন স্মৃতিফলক উন্মোচন করা হয়।

এ উপলক্ষ্যে বুধবার সকালে নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রশিদ।

নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খান ফজলুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে আলোচনা সভায় বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, মাগুরা জেলা বিএনপি নেতা মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলী আহমদ, জেলা জামায়াত ইসলামীর আমির এমবি বাকের, সেক্রেটারি অধ্যাপক সাইদ আহমদ, শ্রীপুর উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক মো. ফখরুদ্দিন মিজান, জেলা কৃষক দলের আহ্বায়ক রুবায়েত হোসেন খান প্রমুখ।

ইএইচ

AddThis Website Tools