সাপাহারে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০৪:২০ পিএম

নওগাঁর সাপাহারে ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির মাধ্যমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, মসুর, খেসারি, চিনাবাদাম, মুগ ও পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬ হাজার ৯২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাপলা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রাণিসম্পদ কর্মকর্তা ড. গোলাম রাব্বানী, মৎস্য কর্মকর্তা রোজিনা খাতুন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান টকি, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতাউর রহমান সেলিম প্রমুখ।

ইএইচ