সিন্ডিকেট রুখতে মধুপুরে ন্যায্য মূল্যে সবজি বিক্রয়

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০৬:৩৬ পিএম

টাঙ্গাইলের মধুপুরে সিন্ডিকেট রুখতে স্বেচ্ছাসেবী ছাত্র সমাজের উদ্যোগে ন্যায্য মূল্যে সবজি বিক্রয় কেন্দ্রের আয়োজন করা হয়েছে।

১৭১ সদস্য বিশিষ্ট এ স্বেচ্ছাসেবী ছাত্রসমাজ সংগঠনটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন স্বাধীনতা অর্জনের পর থেকেই বিভিন্ন সেবামূলক কাজে অংশগ্রহণ করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

মধুপুর বাসস্ট্যান্ড সংলগ্ন নতুন ব্রিজের উপর স্থাপিত এ সবজি বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল কবীর।

সবজি বিক্রয় কেন্দ্রটি চালু হওয়ার পর থেকেই দিনদিন বেড়েই চলেছে ক্রেতাসাধারণের উপচে পড়া ভিড়। বিশেষ করে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ ন্যায্য মূল্যে দৈনন্দিন বাজার কিনতে পেরে স্বস্তি খুঁজে পেয়েছে। যতই দিন যাচ্ছে জমে উঠছে সবজি বিক্রয় কেন্দ্র এবং সেই সাথে বৃদ্ধি পাচ্ছে বেচাকেনা।

স্বেচ্ছাসেবী ছাত্র সমাজের আহ্বায়ক মেহেদী হাসান শিশির জানান, কাঁচা বাজার ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে কাঁচা বাজারসহ দৈনন্দিন খাদ্য পণ্যের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পেয়েছে। যে কারণে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। বাজারের এই অস্থিরতা থেকে সাধারণ মানুষের মুক্তির লক্ষ্যেই আমরা সুলভ মূল্যে সবজি বিক্রির এ উদ্যোগ গ্রহণ করেছি।

প্রতিদিন এই সবজি বিক্রয়কেন্দ্রে আলু, পেঁয়াজ, বেগুন, লাউ, কাঁচামরিচ, ডিম, ডাল, লবণ ও তেলসহ আরও বিভিন্ন রকমের টাটকা শাক সবজি এবং আরও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ন্যায্য মূলে বিক্রি করেন বলে তিনি জানান।

বোয়ালী গ্রামের স্বাধীন আহমেদ জানান, হাট-বাজারের চেয়ে এখানে দাম অনেক কম তাই এখান থেকেই বাজার করে নিলাম। খাদ্যপণ্যের দাম অনেক কম হওয়ার কারণে ক্রেতারা বাজারে না গিয়ে এই সবজি বিক্রয় কেন্দ্রে হুমড়ি খেয়ে পড়ছেন। তাদের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষ।

বাজার মূল্য স্থিতিশীল রাখার জন্য এমন উদ্যোগ আরও বিভিন্ন এলাকায় নেওয়ার পরামর্শ দেন বিশিষ্টজনেরা।

ইএইচ