আইফোন ও টাকার জন্য খালাতো ভাই ও তার বন্ধু মিলে সুনামগঞ্জের চাঞ্চল্যকর মা-ছেলে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটিয়েছে বলে জানিয়েছেন সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ. ম আনোয়ার হোসেন খান।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
তিনি আরও জানান, সপ্তাহ খানেক আগে আটক হওয়া আসামি ও তার এক বন্ধু মিলে নিহত মিনহাজের আইফোন ১১ মডেলের একটি মোবাইল চুরির পরিকল্পনা করে। সেই পরিকল্পনার অংশ হিসেবে মঙ্গলবার সকালে মিনহাজের ঘরে প্রবেশ করে মোবাইল চুরির চেষ্টা করলে টের পেয়ে ঘুম থেকে উঠে যায় মিনহাজের। এ সময় তাদের বাঁধা দিতে গেলে ধস্তাধস্তির এক পর্যায়ে পাশে থাকা বটি দিয়ে মিনহাজকে দুটি কোপ দেয় তারা। মিনহাজ আঘাত পেয়ে চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লে তার চিৎকার শুনে মা ফরিদা বেগম এগিয়ে আসলে তাকেও আরেকটি বটি দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এতে ঘটনাস্থলেই মা ছেলে নিহত হন।
পরে তারা ঘরে থাকা টাকা এবং স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান নিশ্চিত করে ঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে।
আটককৃত কিশোর অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় নাম ঠিকানা প্রকাশ করা হয়নি।
এ ঘটনায় জড়িত বাকিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ নাজমুল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ইএইচ