বরুড়ায় সমবায় দিবস উদযাপন

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ০২:২৩ পিএম

‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযথ মর্যাদায় আজ বরুড়ায় ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে । নানা আয়োজনের মধ্য দিয়ে সারাদেশের সাথে বরুড়ায় আজ দিবসটি পালিত হয়েছে। 

এ উপলক্ষ্যে আজ (শনিবার) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও  সমবায় অধিদপ্তরের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার ন্যু এমং মারমা মং বলেন।

সমবায় সম্পর্কে জনগণকে সচেতন এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনতে প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শনিবার দিবসটি পালন করা হয়। সমবায় সমিতির ইতিহাস প্রায় মানবসভ্যতার ইতিহাসের মতই প্রাচীন। বর্তমানের সমবায় সমিতির সাংগঠনিক রূপটি প্রতিষ্ঠিত হয় ইউরোপের শিল্পবিপ্লবের কিছু পূর্বেই। সমবায় এমন একটি প্রতিষ্ঠান যেখানে সম্মিলিতভাবে সকলের কল্যাণ হয়।

এদিন বরুড়া উপজেলা সহকারী যুবউন্নয়ন অফিসার মো. ইলিয়াছ মিয়ার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন— উপজেলা সমবায় অফিসার মো. মনির হোসেন,  সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার  সুমাইয়া জাহান মিতু, উপজেলা যুবউন্নয়ন অফিসার মো. বোরহান উদ্দিন ভুঁইয়া, বাঁচার ঠিকানা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান স্বপন মজুমদার,  বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন/ দৈনিক শিরোনামের বরুড়া প্রতিনিধি মো. ইকরামুল হক সহ কর্মসূচিতে উপস্থিত ছিলেন  উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা কর্মচারী,  বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ।

বিআরইউ