পিরোজপুরে জাতীয় সমবায় দিবস পালিত

পিরোজপুর প্রতিনিধি: প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ০৪:০১ পিএম

৫৩তম জাতীয় সমবায় দিবস আজ। নানা আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরে জাতীয় সমবায়  দিবসটি পালিত হয়েছে। এবারের সমবায় দিবসের প্রতিপাদ্য ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনতে প্রতি বছর নভেম্বর মাসের প্রথম শনিবার দিবসটি পালন করা হয়।

আজ শনিবার সকাল ১০টায়, জাতীয় সমবায় দিবস  উপলক্ষ্যে পিরোজপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সার্কিট হাউস থেকে র‍্যালি নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে  জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক -সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা সমবায় অফিসার, পিরোজপুর, পঙ্কজ কুমার চন্দের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার, সাখাওয়াত হোসেন, মেডিকেল অফিসার, পিরোজপুর, ডা. মো. আরিফ হাসান, বীর মুক্তিযোদ্ধা সিনিয়র সাংবাদিক ফিরোজ রব্বানী।

অনুষ্ঠানে আরও  বক্তব্য দেন -সভাপতি  গৌরব বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, মো:মাহাতাব উদ্দিন আহমেদ (রিপন),  সদস্য কুমিরমারা আবাসন প্রকল্প বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, আ:জব্বার ভুট্টো প্রমুখ।

বিআরইউ