নাটোরে জাসাসের প্রতিষ্ঠাতা আলতাফ হোসেনের স্মরণে সভা

নাটোর প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ০৬:৩৭ পিএম
নাটোরে জাসাসের প্রতিষ্ঠাতা আলতাফ হোসেনের স্মরণে সভা

নাটোরে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম সাংবাদিক আলতাফ হোসেনের স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

শনিবার দুপুরে নাটোর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাতীয় সাংবাদিক সংস্থা নাটোর জেলা কমিটির আহ্বায়ক এসএম মঞ্জুরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো. মমিনুর রশীদ শাইন।

এছাড়াও বক্তব্য দেন- পরিষদের মহাসচিব কামরুল ইসলাম, সহসভাপতি খায়রুল ইসলাম, যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ প্রমুখ।
স্মরণসভায় বক্তারা বলেন- মরহুম আব্দুল লতিফ একজন প্রথিতযশা সাংবাদিক ছিলেন। তিনি সাংবাদিকদের কল্যাণে কাজ করে গেছেন। গঠনমূলক সংবাদ পরিবেশনে তিনি অনেক সাংবাদিককেও প্রশিক্ষণ দেন। তারা আরোও বলেন জাতীয় সাংবাদিক সংস্থা সাংবাদিকদের জন্য কল্যাণ ফান্ড গঠনের আহ্বান জানান। আর যারা ৫ আগস্টের আগে সাংবাদিকদের কল্যাণ ফান্ডের টাকা আত্মসাৎ করেছে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে।

ইএইচ

AddThis Website Tools