ধর্মপাশায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪, ০২:২৬ পিএম

হাওরের কৃষি বৈচিত্র্যময় এ বিষয়কে সামনে রেখে জেলা প্রশাসক সুনামগঞ্জের অর্থায়নে অনাবাদি পতিত জমি আবাদের আওতায় আনয়ন ও ২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি ২০২৪-২৫ মৌসুমে গম, সরিষা, ভুট্টা, সূর্যমুখি, চিনাবাদাম, পেঁয়াজ ও মুগ ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ধর্মপাশা।

উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল্লাহ আল মাসুদ তুষারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দীন।

৩৩০ জন কৃষের মাঝে বিনামূল্যে ১ কেজি সরিষা বীজ ১ কেজি এমওপি সার, ১ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাহ আলম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কামরুল হাসান, উপসহকারী কৃষি অফিসার সাখাওয়াত হোসেন, চঞ্চল মিয়া, রায়হান হোসেন প্রমুখ।

ইএইচ