রাঙ্গামাটিতে ইসলামিক সেন্টার ও দুটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক

রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪, ০৫:২১ পিএম

রাঙ্গামাটিতে ইসলামিক সেন্টার ও সেন্টারের তত্ত্বাবধানে পরিচালিত রাঙ্গামাটির দুটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুজাদ্দেদ-ই-আলফেসানী উচ্চ বিদ্যালয় ও আল আমীন ইসলামিয়া মাদ্রাসা পরিদর্শন করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান।

মঙ্গলবার সকালে তিনি রাঙ্গামাটি শহরের বনরূপায় মুজাদ্দেদ-ই-আলফেমানী উচ্চ বিদ্যালয় ও আল আমীন ইসলামিয়া মাদ্রাসা ভবনের বিভিন্ন দিক ও শ্রেণীকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষক অভিভাবক ও পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে জেলা প্রশাসক রাঙ্গামাটি ইসলামিক সেন্টার পরিদর্শন করেন এবং ইসলামিক সেন্টার নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেন।

সভায় ইসলামিক সেন্টারের কর্মকর্তারা জেলা প্রশাসকের কাছে ইসলামিক সেন্টারের তত্ত্বাবধানে পরিচালিত দুটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের ভবনগুলোর সংস্কারের প্রয়োজনীয়তাসহ নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক সব বিষয়ে অবহিত হন এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভবন সংস্কারসহ সার্বিক বিষয়ে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

এসময় জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম, রাঙ্গামাটি ইসলামিক সেন্টারের সভাপতি অ্যাডভোকেট, মোক্তার আহম্মেদ, মুজাদ্দেদী আলফেসানী উচ্চবিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান মো. জাহাঙ্গীর আলম, আল আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম, ইসলামিক সেন্টার জয়েন সেক্রেটারি ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, ইসলামিক সেন্টার অফিস সেক্রেটারি এ্যাড. হারুনুর রশিদ, নির্বাহী সদস্য মো মনছুরুল হক, আব্দুস সালাম, জামশেদুল আযমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরএস