মনোহরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মনোহরগঞ্জ প্রতিনিধি: প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৪, ১২:৪৯ পিএম

৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপন, র‍্যালি ও আলোচনা সভা করেছে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদল।

১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত সৈনিক ও জনতার এক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতার দৃশ্যপটে আসেন জিয়াউর রহমান। দিনটিকে ‌‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে বিএনপি। সরকার পরিবর্তনের মধ্য দিয়ে নতুন পরিস্থিতিতে এ বছর আড়ম্বরে দিবসটিকে উদযাপন করেছে বিএনপি নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে স্কুল কলেজের ছাত্র-শিক্ষকদের নিয়ে বৃক্ষ রোপণ করেন ছাত্রদল। উপজেলা ছাত্রদল নেতা নুর মোহাম্মদ মেহেদীর সভাপতিত্বে আলোচনা সভা ও র‌্যালী করে ছাত্রদল।

আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি জিএম আহসান উল্লাহ।

আলোচনায় বিপ্লবের মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর বীরত্বগাথা দিনের ইতিহাস স্মরণে ৭ ই নভেম্বরের তাৎপর্য ও এর প্রয়োজনীয়তা এবং পরবর্তীতে এর কার্যকারিতার পাশাপাশি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিচক্ষণতা, দেশের প্রতি তাঁর অবদান তুলে ধরেন ছাত্রদলের নেতৃবৃন্দ।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদল নেতা হোসাইন ফরহাদ ইউসুফ, সরোয়ার মোর্শেদ শাওন, সজিবুর রহমান শান্ত, শামিম হোসেন, সবুজ হোসেনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ। আলোচনা শেষে উপজেলা ছাত্রদল বর্ণাঢ্য র‍্যালি করে মনোহরগঞ্জ বাজারে বিভিন্ন গলি প্রদক্ষিণ করেন।

বিআরইউ