বগুড়ার শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী নেতা ছামছুল হক ফকির (৫২) কে আটক করা হয়েছে।
খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ফোরকান আলী হত্যা মামলায় তাকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। ছামছুল খরনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উমরদিঘী বাজারে কীটনাশক ও বীজ ব্যবসায়ী।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকাল ৫ টার দিকে বগুড়া আলতাফুননেছা খেলার মাঠ এলাকা থেকে যৌথ বাহিনীর অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পরে সন্ধ্যায় গ্রেফতারকৃত আসামিকে আলামতসহ শাজাহানপুর থানায় হস্তান্তর করে যৌথ বাহিনী।
বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম।
গ্রেফতার ছামছুল হক ফকির শাজাহানপুর উপজেলা খরনা ওমরদিঘী গ্রামের ছনি ফকিরের ছেলে। তিনি প্রায় ১৫ বছর যাবৎ উমর দিঘি হাটের ইজারাদার ছিলেন এবং দীর্ঘদিন ধরে খরনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, শাজাহানপুরে যুবদল নেতা ফোরকান হত্যা মামলার ৬০ নং এজাহারনামীয় আসামি ছামছুল ফকিরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি কে আদালতে পাঠানো হবে।
বিআরইউ