শিবালয়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ২৮ শিক্ষার্থী নির্বাচিত

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪, ০৭:৪১ পিএম

হিফজুল কুরআন প্রতিযোগিতায় শিবালয় উপজেলায় মাদরাসার ২৮ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।

রোববার দুপুরে ধুতরাবাড়ি এলাকার জামিয়াতুল আফতাব আল-ইসলামিয়্যাহ আল-ক্বওমিয়্যাহ ও মা আয়েশা (রা.) জামে মসজিদ প্রাঙ্গণে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন ২৯তম এই প্রতিযোগিতার আয়োজন করে।

উপজেলার ৮টি মাদরাসার ৬৮ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে কুরআনের ৫ পারায় ৭ জন, ১০ পারায় ৭ জন, ২০ পারায় ৭ জন ও ৩০ পারায় ৭ জন নির্বাচিত হয়।

অনুষ্ঠান শেষে তাদের হাতে ক্রেস্ট ও প্রশংসাপত্র তুলে দেয়া হয়।

মো. ফরিদ বিন নাসিরের সভাপতিত্বে প্রধান মেহমানের বক্তব্য দেন হাফেজ মাওলানা আহসান হাবিব।

অন্যদের মধ্যে হাফেজ মাওলানা ক্বারী ওবায়দুল্লাহ, মুফতি আব্দুল মালেক, ক্বারী জামাল উদ্দিন, মুফতি ইলিয়াস বিন নাসির, মাওলানা আব্দুল মজিদ মাওলানা শহিদুল ইসলাম, হাফেজ ক্বারী ফারুক, মুফতি মুজাহিদ বিন জামাল আহামাদ উপস্থিত ছিলেন।

ইএইচ