লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যু

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ০৬:৫১ পিএম

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রেনে কাটা পড়ে চারজনের মৃত্যু হয়েছে। রেললাইনে বসে গল্প করা ওই চারজন ধান মাড়াই মেশিনের শব্দে হুইসেল শুনতে পাননি বলে ধারণা স্থানীয়দের।

সোমবার সন্ধ্যায় উপজেলার আলাউদ্দিন নগর এলাকার রেলপথে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার নূর আলম।

নিহতরা হলেন, উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলাম নগর গ্রামের আজিজার রহমান (৬৫), মোবারক হোসেন (৫৫), মকবুল হোসেন (৪৫) ও একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল ওহাব (৪২)।

স্টেশন মাস্টার জানান, বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস ডাউন ট্রেনটি আলাউদ্দিন নগর রেলওয়ে স্টেশনের কাছে পৌঁছালে ওই চারজন কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে নিয়ে গেছে। তবে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

জোংড়া ইউনিয়নের ১নম্বর ইসলামনগর ওয়ার্ডের ইউপি সদস্য মমিনুর রহমান বলেন, “সোমবার সন্ধ্যার একটু আগে আলাউদ্দিন নগর রেলওয়ে স্টেশনের পাশে রেললাইনে বসে গল্প করছিলেন ওই চার ব্যক্তি।

“এ সময় ট্রেন আসলেও পাশের ধান মাড়াই মেশিনের শব্দে তারা ট্রেনের হুইসেল শুনতে পারেননি। পরে ট্রেনটি ধাক্কা দিলে তারা রেললাইন থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।”

লালমনিরহাট রেলওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর আল মোমেন বলেন, মৃত্যুর ঘটনাটি তদন্ত করা হবে। তারা রেললাইনে বসে গল্প করছিলেন নাকি লুডু খেলছিলেন সে বিষয়ে কিছু জানা নেই।

আরএস