আশুলিয়ায় বিদেশি মদসহ ২ কারবারি আটক

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪, ০১:৩৮ পিএম

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।  এ সময় তাদের নিকট থেকে দুই ধরনের ৩৫ বোতল মদ উদ্ধার করা হয়।

সোমবার (১১ নভেম্বর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার শিমুলগুচি এলাকার মৃত আলী হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (৩০) ও আশুলিয়ার গেরুয়া সন্দীপ এলাকার মো. নবীর ছেলে হাবিবুর রহমান হবি (৩৪)। এদের মধ্যে সাদ্দাম হোসেন আশুলিয়ার ডেন্ডাবর মধ্যপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

পুলিশ জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, আশুলিয়ার নবীনগর এলাকার সেনা শপিং কমপ্লেক্সের পাশে ঢাকা-আরিচা মহাসড়কের ফুটওভার ব্রিজের নিচে কতিপয় মাদক কারবারি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা চটের বস্তা তল্লাশি করে দুই ধরনের ৩৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।  সেই সাথে তাদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিআরইউ