বাঞ্ছারামপুরে দুপক্ষের সংঘর্ষ টেঁটাবিদ্ধসহ আহত ২৬

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪, ০৭:৫৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুপক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ ২৬ জন আহত হয়েছে।

এদের মধ্যে ১১জন টেটাবিদ্ধ হয়েছেন। গত সোমবার রাত ১১টার দিকে উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

আহতরা হলেন, মোশারফ হোসেন, মোবারক হোসেন, আলমগীর হোসেন,কামাল মিয়া(টেঁটা বিদ্ধ) নজরুল ইসলাম, সুরুজ মিয়া, রফিক মিয়া, খলিল মিয়া( টেঁটা বিদ্ধ)শহীদ মিয়া(টেঁটা বিদ্ধ),হানিফ মিয়া, আবদু মিয়া( টেঁটা বিদ্ধ),তাজু মিয়া(, টেঁটা বিদ্ধ),হালিমা বেগম, শাহিন মিয়া, ময়না বেগম(টেঁটা বিদ্ধ),হালিমা বেগম, নজরুল ইসলাম( টেঁটা বিদ্ধ),বিপ্লব মিয়া,( টেঁটা বিদ্ধ), মাসুদ মিয়া (,টেঁটা বিদ্ধ),রহমতউল্লাহ, শাহিন মিয়া, ধন মিয়া, আহসানুল্লাহ(টেঁটা বিদ্ধ) ধন মিয়া, জামাল মিয়া, আসাদ মিয়া প্রমুখ।

আহতদের নরসিংদী সদর হাসপাতাল ও ঢাকা বিভিন্ন হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানান, শান্তিপুরে রাতে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠিয়েছিলাম এখন পরিস্থিতি শান্ত রয়েছে। আমি বলেছি আহত হয়ে থাকলে আপনার অভিযোগ দেন আমি ব্যবস্থা নেব । গত কয়েকদিন আগে সাদ্দাম নামের একটি ছেলেকে মারধর করা হয়েছিল এই ঘটনায় থানা একটি মামলা হয়েছে। এখনো কেউ থানায় অভিযোগ করিনি অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ