‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় জেলা তথ্য অফিস কুড়িগ্রামের উদ্যোগে ডিস্ট্রিক্ট লেভেল কনসাল্টেশন মিটিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে ডিস্ট্রিক্ট লেভেল কনসাল্টেশন মিটিংয়ের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. মো. মঞ্জুর-এ-মুর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়।
এ সময় বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা তথ্য অফিসার মো. শাহজাহান আলী।
ইএইচ