চরফ্যাশনে হত্যা মামলার ৪ আসামি আটক

ভোলা প্রতিনিধি: প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ০৩:৩১ পিএম

র‍্যাব ৮ এর যৌথ অভিযানে চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার চরযমুনা ৪নং ওয়ার্ডের চাঞ্চল্যকর  হত্যা মামলার প্রধান আসামি বাবুলসহ তিনজনকে আটক করা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) র‍্যাব-৮, সিপিএসসি, ভোলা ক্যাম্পের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

উক্ত বিবৃতিতে আরো জানানো হয়, মামলার পলাতক আসামীদের আসামি ০১. মো. বাবুল (৪০),  সামর্থ ভানু (৬০) হাসনা বিবি (৩৫), কে বগুড়া সদর থানাধীন মালতিনগর এলাকার নাটাইপাড়াস্থ জনৈক আ. রশিদ এর বাসা হতে গতকাল (১২নভেম্বর)  রাত অনুমানিক ১০টার সময় সুস্থ অবস্থায় আটক  করা হয়৷

বিআরইউ