শরীয়তপুরে পোস্টার-ব্যানার অপসারণ করলো যুবদল

ডামুড্যা প্রতিনিধি: প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ০৪:৫৪ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক সারাদেশের ন্যায় শরীয়তপুরেও দলীয় পোস্টার-ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করছে যুবদল।

বুধবার (১৩ নভেম্বর) দিনব্যাপী শরীয়তপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ,  যুগ্ম সাধারণ সম্পাদক আতিক মোল্যা ও শরীয়তপুর পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক টিটু চোকদারের নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের এসব পোস্টার-ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করতে দেখা গেছে। এসময় দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শরীয়তপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, পোস্টার-ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড কারণে পরিবেশের সৌন্দর্য নষ্ট হয় এবং বিভিন্ন অসুবিধা হয়। 

এসব বিষয় চিন্তা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এসব অপসারণের নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা মোতাবেক আমরা শরীয়তপুর জেলা যুবদলের নেতাকর্মীরা গত তিনদিন ধরে জেলায় থাকা এসব পোস্টার-ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করছি।

আজ (বুধবার) বিকাল ৫ টার মধ্যে সব পোস্টার ফেস্টুন অপসারণ করতে হবে। কেউ যদি দলীয় সিদ্ধান্ত না মানে তাহলে তার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।

বিআরইউ