রাঙ্গাবালীতে বন কর্মকর্তাকে পেটালো ইউপি সদস্য

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ০৮:২৯ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক বন কর্মকর্তাকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে ইউনিয়ন পরিষদের সদস্যের বিরুদ্ধে।

পেটানোর পরে জোরপূর্বক সাদা এবং হলুদ রঙের ৬টি কাগজে ১২টি স্বাক্ষর নেয় ওই সদস্য।

বুধবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোনার চর সংলগ্ন বড় খালের মুখে এ ঘটনা ঘটে।

ইউপি সদস্যের কাছে মারধরের শিকার ওই বন কর্মকর্তা হলেন এ.কে.এম ফজলুল হক। তিনি চরমোন্তাজ রেঞ্জের সোনারচর বিটের বিট কর্মকর্তা পদে দায়িত্বরত রয়েছেন।

এ ঘটনায় বুধবার রাতেই রাঙ্গাবালী থানায় ফজলুল হক সাধারণ ডায়েরি করেছেন। তবে এসব ব্যাপারে কিছুই জানে না বলে জানায় চরমোন্তাজ রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা কে.এম মনিরুজ্জামান। আর বিট কর্মকর্তা বলেছেন- রেঞ্জ কর্মকর্তা ঘটনার ব্যাপারে অবগত, তাকে পটুয়াখালী ডেকেছে।
সোনারচর বিট কর্মকর্তা এ.কে.এম ফজলুল হক বলেন, আমি পটুয়াখালী যাচ্ছি। স্যারের সাথে কথা বলে জানাচ্ছি।

অভিযুক্ত ইউনিয়ন পরিষদ সদস্য বেলায়েত হোসেন লোকমান বলেন, বিট কর্মকর্তার সাথে কোন ঘটনা ঘটেনি।

চরমোন্তাজ রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা কে.এম মনিরুজ্জামান বলেন, এমন ঘটনা আমি জানি না। আমাকে কেউ বলেনি। খোঁজ নিয়ে দেখছি।

ইএইচ