মাটিরাঙ্গা জোন কমান্ডার কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গুইমারা একাদশ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৪, ০৬:০০ পিএম

১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের সার্বিক ব্যবস্থাপনায় জোন কমান্ডার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় মাটিরাঙ্গা ৬নং পৌর ওয়ার্ড একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গুইমারা ইউনিয়ন একাদশ।

টুর্নামেন্টে ম্যান অব দি সিরিজ নির্বাচিত হয় চ্যাম্পিয়ন গুইমারা একাদশের ব্যাটসম্যান মো. দিদারুল আলম।

শুক্রবার সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা জোনের আয়োজনে মাটিরাঙ্গা জোন ক্রিকেট টুনার্মেন্ট ফাইনাল খেলায় বিজয়ীদের চ্যাম্পিচয়ন ট্রফি তুলে দেন মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে. কর্ণেল মো.কামরুল হাসান পিএসসি।

মাটিরাঙ্গা জোন কমান্ডারস কাপ ক্রিকেট টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করে।

এ সময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মুরাদ হোসাইন, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তফিকুল ইসলাম তৌফিক, মাস্টার ওয়ারেন্ট অফিসার গোলাম মোস্তফা, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা উপজেলা নাগরিক নিরাপত্তা কমিটির সভাপতি নুর আলমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রিকেট খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান পিএসসি বলেন, খেলাধুলা শরীর স্বাস্থ্য ভাল রাখে, মানুষের মনকে প্রফুল্ল রাখে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা যদি খেলাধুলার দিকে মনোযোগী হয় তাহলে যুবসমাজ বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত থাকবে।

ইএইচ