সাভারে হেমায়েতপুরের পুর্বহাটি এলাকায় নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্যে দিয়ে শেষ হলো ইয়াজ উদ্দিন সরকার স্মৃতি মিনিবার ফুটবল নাইট টুর্নামেন্ট। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার।
শুক্রবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার হেমায়েতপুরের পুর্বহাটি এলাকায় এ নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় সাভার সিএফ দলকে ৩-এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন আমিনবাজার এফসি দল। খেলা শেষে পরে চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ নগদ ৫০ হাজার টাকা প্রাইজমানি ও অন্যান্য পুরস্কার বিতরণ তুলে দেওয়া হয়।
এছাড়া রানার্স আপ দলকে ট্রফি সহ নগদ ৩০ হাজার টাকা ও প্রাইজমানি পুরস্কার তুলে দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আমানুল্লাহ আমাল সরকার।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার থানা বিএনপির সাবেক সফল সভাপতি জামাল উদ্দিন সরকার, আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আমানুল্লাহ আমান সরকার ও যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওনসহ স্থানীয় গণ্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলাটি দেখার জন্য মাঠে কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন।
বিআরইউ