শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ড. মো. সাজেদুল করিম বলেছেন, আল্লাহ পাকের নৈকট্য ও সন্তুষ্টি অর্জন করতে হলে আর্তমানবতার সেবায় সবাইকে নিয়োজিত থাকতে হবে।
বলেছেন, কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বর্তমান বিশ্ব পরিস্থিতি। এই বিভীষিকাময় পরিস্থিতির মাধ্যমে আল্লাহ তাআলা অসহায়দের পাশাপাশি আমাদেরও পরীক্ষা নিচ্ছেন। তাদের ব্যাপারে আমরা কী পদক্ষেপ নিচ্ছি তা দেখছেন। এই পরীক্ষায় পাস করতে হলে তাদের পাশে দাঁড়াতে হবে। এক্ষেত্রে দরিদ্র আত্মীয়-স্বজন, দরিদ্র প্রতিবেশী, এতিম-মিসকিনসহ প্রত্যেক নিঃস্ব ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর বিকল্প নেই। এতেই নিহিত রয়েছে মহান আল্লাহর দয়া।
তিনি নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আগামী প্রজন্মের জন্য নিরাপদ বসবাসযোগ্য দেশ গঠনে সবাইকে কাজ করার আহ্বান জানান।
শুক্রবার বিকালে সরকার অনুমোদিত আর্তমানবতার সেবায় নিয়োজিত মানবিক সংগঠন সিলেট সোসাইটি ও স্টুডেন্ট ইউনিটের দ্বিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিম শিকদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ কবিরের যৌথ পরিচালনায় কাউন্সিলের উদ্বোধনী বক্তব্যে ভাষা সৈনিক, সিলেট সোসাইটির প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাসউদ খাঁন বলেন, সিলেট সোসাইটি ১৬ বছর থেকে ছিন্নমূল মানুষের কল্যাণে কাজ করছে। বিশেষ করে ৪ বছর থেকে সিলেট নগরীর লালদিঘীরপাড়ে ১০ টাকায় অন্ন ‘সিলেট সোসাইটি মেহমানখানায়’ ভবঘুরে, ছিন্নমূল ও ভিক্ষুকদের দুপুরের খাবার খাওয়াচ্ছে।
তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে সিলেট সোসাইটি ও স্টুডেন্ট ইউনিটির সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সিলেট সোসাইটির তহবিলে সহযোগিতা পাশাপাশি, সবাইকে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, সিলেট সোসাইটির উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাওলানা রেজাউল করিম জালালী, ডা. সিরাজুল ইসলাম খান, মনোয়ারা খানম, ড. তুতিউর রহমান, সোসাইটির উপদেষ্টা ও সমন্বয়কারী রোটারিয়ান সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুল। অ
অন্যের মধ্যে বক্তব্য দেন- সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ১০ টাকা অন্ন প্রজেক্টের চেয়ারম্যান রোটারিয়ান ডা. কামরুল ইসলাম, সহ-সভাপতি মো. ফখরুল ইসলাম, অর্থ সম্পাদক এম সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মকবুল আহমদ ও মো. মোস্তফা কামাল শামীম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফজলে রাব্বী মো. শফিউল, রোটারিয়ান ফখরুল ইসলাম, আসাদ উদ্দিন, আব্দুল কাদির, স্টুডেন্ট ইউনিটের সভাপতি জুলকার নাইন সাইরাস, সিনিয়র সহ সভাপতি আখলাকুজ্জামান লাহিন, সহ-সভাপতি মো. কামরুজ্জামান কামরুল, বিষ্ণু রবি দাস, সাধারণ সম্পাদক তাওহিদ জাহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক তাহের আহমদ, তানভীর খান ফারদিন, জহিরুল ইসলাম রাব্বী, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজ চৌধুরী, প্রচার সম্পাদক মো. সাইদুল ইসলাম, দপ্তর সম্পাদক সাব্বির হোসেন, ধর্ম সম্পাদক রাশেদ মোস্তফা সাকিব, আইন সম্পাদক তারেক জাহান চৌধুরী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুর রহমান আবির, সহ আইন সম্পাদক রহিম উদ্দিন, আপ্যায়ন সম্পাদক ইয়াসিন রহমান, ক্রীড়া সম্পাদক এনামুল হাসান রিপন প্রমুখ।
ইএইচ