দিনাজপুরের তাপমাত্রা নামল ১৪.১ ডিগ্রিতে

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৪, ০৩:১৪ পিএম

দিনাজপুরে আজ তাপমাত্রা নেমে এসেছে ১৪.১ ডিগ্রি সেলসিয়াসে। কনকনে শীত আর ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

হিমালয়ের খুব কাছে অবস্থান হয় দিনাজপুরে শীতের তীব্রতা সবসময় বেশি থাকে।

বিকাল থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা আর কনকনে শীতে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। দিনের বেলাতেও যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে।

সারারাত বৃষ্টির মতো টিপটিপ করে কুয়াশা পড়ছে। প্রচণ্ড শীতের কারণে খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষ গরম কাপড়ের অভাবে সকালে কাজে যেতে পারছে না।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানিয়েছেন, এখন প্রতিদিনই শীতের তীব্রতা বাড়বে। সেই সাথে বৃদ্ধি পাবে ঘন কুয়াশা ও হিমেল হাওয়া।

ইএইচ