বাগেরহাটের মোরেলগঞ্জে সমুদ্র থেকে আসা বাগেরহাটগামী এফবি সবুজ ও এফবি মায়ের দোয়া নামক দু’টি ফিশিং বোটে করে আসা সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ১৮০ মন (৭২০০ কেজি) জাটকা ইলিশ, ১২ লাখ মিটার কারেন্ট জালসহ দু’টি ট্রলার ও ১০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।
রোববার ভোররাত ৪টার দিকে ট্রলার দু’টি বলেশ্বর নদীর মোহনা থেকে আটক করে বেলা ১২টার দিকে তাদেরকে মোবাইলকোর্টে তোলা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমারের উপস্থিতিতে ট্রলারে থাকা বাগেরহাট ও শরখলোর ১০ জেলেকে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
একই সাথে ট্রলারে থাকা ৪ কোটি ৪৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ১২ লাখ মিটার কারেন্ট জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস ও ৭ হাজার ২০০ কেজি জাটকা ইলিশ স্থানীয় ১৫টি এতিমখানা ও অসচ্ছল লোকদের মাঝে বিলিয়ে দেন বলে কোস্টগার্ড কর্মকর্তা মনজুর হোসেন।
ইএইচ