বরিশালে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

বরিশাল ব্যুরো: প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪, ০৪:০৭ পিএম

বরিশালে বাবুগঞ্জে বিধবা মরিয়ম বেগমকে দলবেঁধে ধর্ষণের পর হত্যা মামলায় দুই আসামি শয়ন চন্দ্র শীল এবং সুমন ফকিরকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রফিকুল ইসলাম।

পনেরো জনের সাক্ষী গ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে সোমবার (১৮ নভেম্বর) দুপুর ১টায় এই রায় প্রদান করেন।

হত্যাকাণ্ডের শিকার মরিয়ম বেগমের ছেলে ইমরান হোসেনের দেয়া এজাহারে উল্লেখ করা হয়, ২০২২ সালের ১লা ডিসেম্বর রাতে তার মা বাড়িতে একাকী ছিলেন। পরদিন সকালে ছোট ভাই আসিফ বাড়িতে এসে মাকে ডাকাডাকি করে ঘরে না পেয়ে আশেপাশের লোকদের খবর দেয়। এরপর বাড়ির পাশে সন্ধ্যা নদীর নালায় মরিয়ম বেগমের মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এবং থানায় কারো নাম উল্লেখ না করে একটি মামলা দায়ের করে।

তদন্তকারী কর্মকর্তা অলিউল ইসলাম মামলার তদন্ত করে ঘটনার সাথে দুই আসামীর সম্পৃক্ততা পান। এরপর দুজনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করলে আজ দুই আসামীর ফাঁসির রায় প্রদান করেন বিচারক।

রায় নিয়ে বাদী পক্ষের আইনজীবী আব্দুল মন্নান মৃধা বলেন, এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে, যাতে করে কেউ এমন অপরাধ করলে পার যাওয়া যায় না, এমন ভবানা থেকে অপরাধ সমাজে কম হবে।

আর রায়ে সন্তোষ প্রকাশ করে মামলার বাদী ইমরান হোসেন বলেন, এই রায় যেন কার্যকর হয়।

বিআরইউ