ফেনী ইউনিভার্সিটির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফেনী প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪, ০৯:০৮ পিএম

ফেনী ইউনিভার্সিটি প্রতিষ্ঠার ১১বছর পূর্ণ করে ১২ বছরে পা রাখল।

সোমবার এ উপলক্ষ্যে উপাচার্যের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে ফেনী শিশু নিকেতন রোড থেকে একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের মিজান রোড হয়ে কলেজ রোড থেকে শহরের ট্রাংক রোড প্রদক্ষিণ করে আবার শিশু নিকেতনে এসে শেষ হয়। পরে ক্যাম্পাস প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে ফেনী ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম জামালউদ্দীন আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সম্মানিত ভাইস চেয়ারম্যান আব্দুর রইস কাইজার।  

আইন বিভাগের প্রভাষক উম্মে হাবিবা জিতুর ও ইংরেজি বিভাগের প্রভাষক রেজওয়ান হোসেনের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন- ট্রাস্টি বোর্ডের সম্মানিত ট্রেজারার জনাব মোহাম্মদ এনায়েত উল্ল্যাহ, মেম্বার সেক্রেটারি জনাব এ এস এম তবারক উল্ল্যাহ চৌধুরী বায়েজীদ, ট্রাস্টি বোর্ডের সদস্য জনাব মেহেরাজুল করিম মানিক, ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক, উত্তরা রোটারি ক্লাবের সভাপতি জনাব শফিকুল ইসলাম বাদল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) এবং সহযোগী অধ্যাপক ও আয়োজক কমিটির আহ্বায়ক মোহাম্মদ আবুল কাশেম।

এ সময় ইউনিভার্সিটি বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইএইচ