ভূঞাপুরে পরিমাপে কম দেয়ায় ৪ ফিলিং স্টেশনকে জরিমানা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪, ০৯:১৩ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরে পরিমাপে কম দেয়ায় ৪ ফিলিং স্টেশনের মালিককে ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকালে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার।

দণ্ডপ্রাপ্ত ফিলিং স্টেশনের মধ্যে- যমুনা ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা, ভাই বন্ধু ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা, ভূঞাপুর ফিলিং স্টেশনকে ৭ হাজার ও কাকন কলি ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার জানান, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত ফিলিং স্টেশনগুলো গ্রাহকদের ঠকিয়ে ওজনে কম দিয়ে আসছিলো। এমন অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে যমুনা ফিলিং স্টেশন, ভাই বন্ধু ফিলিং স্টেশন, ভূঞাপুর ফিলিং স্টেশন ও কাকন কলি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিমাপে কম দেয়ার সত্যতা প্রমাণিত হয়। পরে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন- ২০১৮ এর ২৯ ধারা লঙ্ঘন করায় ওই ৪ টি ফিলিং স্টেশনকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে বিএসটিআই কর্তৃপক্ষ ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইএইচ