ভোলায় ‘কুখ্যাত জলদস্যু’ আলতু ডাকাত গ্রেপ্তার

ভোলা প্রতিনিধি: প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৪, ০৩:৪৫ পিএম

ভোলার কুখ্যাত জলদস্যু আলতাফ হোসেন মাতাব্বর ওরফে আলতু ডাকাত(৬৩) গ্রেফতার করেছে র‍্যাব ৮ ভোলা অস্থায়ী ক্যাম্পের একটি দল।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১১ টা র‍্যাব ৮ ক্যাম্প কমান্ডার লে: মো: শাহরিয়ার রিফাত অভি (এক্স),বিএন,গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোলা জেলা‍‍`র কুখ্যাত জলদস্যু আলতু বাহিনীর সন্ত্রাসী হামলায় দীর্ঘ প্রায় ১০ বছর যাবত ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে ভোলা জেলার চরাচঞ্চলের অসংখ্য পরিবার। তার এমন নারকীয় তাণ্ডব নীলা মধ্যযুগের বর্বরতাকেও হার মানিয়েছে। কোটি টাকার অধিক মূল্যের গবাদি পশু লুটপাটের পরও আন্ত:জেলার ডাকাত চক্রটি শত শত একর জমির পাকা ধান কেটে নিয়ে ক্ষান্ত হয়নি বরং অসংখ্য নিরীহ পরিবারকে উৎখাত করার চূড়ান্ত নীল নকশা বাস্তবায়ন করেছে। অসহায় চরের বাসিন্দাদের চাঁদা না দেওয়ায় মারধর, গুরুতর জখম, নির্যাতন ও হুমকিসহ নানা ধরনের ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। এসকল জঘন্যতম অপরাধের সাথে সরাসরি সম্পৃক্ততা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর ধরা ছোঁয়ার বাহিরে থেকে বহুদিন যাবত আলতু বাহিনী দেশের বিভিন্ন জায়গায় পলাতক থেকে তাদের সন্ত্রাসীমূলক কার্যক্রম চলমান রেখেছে।

এ প্রেক্ষিতে দীর্ঘদিন যাবত র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৮, আলতু বাহিনীর বিভিন্ন সদস্যদের উপর গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। এছাড়াও র‍্যাব ফোর্সেস সদর দপ্তর এর গোয়েন্দা শাখার সহযোগিতায় এবং র‍্যাব ক্যাম্প ভোলা, র‍্যাব-৮ এর সদস্যদের দীর্ঘ দিনের প্রচেষ্টার মাধ্যমে  দীর্ঘ ০৬ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে আলতু বাহিনীর প্রধান আলতাফ হোসেন মাতাব্বর ওরফে আলতু ডাকাতকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ বরিশালের অধীন ভোলা- র‍্যাব ক্যাম্পের একটি অভিযানিক টহল দল লে. মো. শাহরিয়ার রিফাত অভির নেতৃত্বে একই দিন ভোর ০৬ টার সময় জেলার সদর থানাধীন খেয়াঘাট এলাকায় অবস্থিত এমভি ভোলা নামক লঞ্চ থেকে জেলার কুখ্যাত জলদস্যু ও সন্ত্রাসখ্যাত আলতাফ হোসেন মাতাব্বর ওরফে আলতু ডাকাতকে গ্রেফতার করা হয়।

উক্ত আসামীর নামে ভোলা সদর থানায় চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও গুরুতর জখমসহ মোট-০৬টি, লক্ষ্মীপুর সদর থানায় হত্যা, চুরি ও চাঁদাবাজিসহ মোট-০৩টি, লক্ষ্মীপুর রায়পুর থানায় চাঁদাবাজি ও গুরুতর জখমসহ মোট- ০২টি ও বরিশাল হিজলা থানায় গুরুতর জখমসহ দ্রুত বিচার আইনে-০২টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আলতু ডাকাত সদর উপজেলার মধ্য বাপ্তা, ০২ নং ওয়ার্ডের মৃত আকরাম আলী ওরফে কালাই মাতাব্বরের ছেলে।

উল্লিখিত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য অফিসার ইনচার্জ, সদর মডেল থানা, ভোলা বরাবর হস্তান্তর করা হয়েছে।

বিআরইউ