পিকআপের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে মাদক পরিবহনকালে ১৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বরিশাল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে জেলার গৌরনদী উপজেলার ইল্লা এলাকার মা হাইওয়ে হোটেলের সামনে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার সহ শাহ আলম ওরফে আলমগীর নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার দুপুরে বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার রেদওয়ান আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার শাহআলম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া গ্রামের শহিদের ছেলে ।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাদক কারবারি কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে গৌরনদী উপজেলার ইল্লা এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের সদস্যর।
এসময় পিকআপের মধ্যে বিশেষ ব্যবস্থায় লুকিয়ে রাখা ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি শাহ আলম ওরফে আলমগীরকে গ্রেপ্তার করা হয়।
বুধবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক সুদেব বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
পাশাপাশি মাদক কারবারি ও মাদক কারবারে ব্যবহৃত পিকআপ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়া বলেন, গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, আটকৃত শাহ আলম ২০২০ সালে মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি।
বিআরইউ