কাশিয়ানীতে যুবক-যুবতীদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৪, ০৪:৩৩ পিএম

গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যেগে ব্যায়োগ্যাস প্লান্টের উপরে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে  খামারীদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আওতায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘দারিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমম্নিত সম্পদ, রব্যাবস্থাপনা (ইমপ্যাক্ট) ৩য় পর্যায় (১ম সংশোধিত)’ র্শীষক প্রকল্পের সমন্বিত খামার স্থাপন ও সম্প্রসারন এবং বায়োগ্যাস  প্রযুক্তি বিষয়ক এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত।

উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ইমদাদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, উপজেলা সমবায় অফিসার মো. মোরাদ আলী, অফিসার ইনর্চাজ মুহাম্মদ শফিউদ্দীন খান, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মনোয়ার মাহমুদ, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নিজামুল আলম মোরাদ, প্রশিক্ষক সাইফুজ্জামান জুয়েল।

ইএইচ