বরুড়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪, ০৫:৩৮ পিএম

বরুড়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল দশটায়  সভা অনুষ্ঠিত হয়।

বরুড়া উপজেলা নির্বাহী অফিসার ন্যু এমং মারমা মং এর সভাপতিত্বে ও বরুড়া সহকারী কমিশনার (ভূমি) আহমেদ হাসানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, বরুড়া উপজেলা শিক্ষা অফিসার মো. তরিকুল ইসলাম,  কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ০১(বরুড়া)র ডিজিএম মো. জালাল উদ্দীন, বরুড়া উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু।

আরও বক্তব্য রাখেন, বরুড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা  মুহাম্মদ শাহাদাত হোসেন  ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার,   শাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল খালেক মুন্সি, ছাত্রপ্রতিনিধি মুস্তাকিম পাটোয়ারী ও মো. পাভেল, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস আহমদ,  বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ ও দৈনিক মানবজমিনের বরুড়া প্রতিনিধি মো. ইকরামুল হক, সাপ্তাহিক অপরাধ সংবাদের সম্পাদক জসীম উদ্দীন খোকন,   সাংবাদিক সোহেল খন্দকার,  দৈনিক দেশ রূপান্তরের বরুড়া প্রতিনিধি সুজন মজুমদার।  

সভায় উপস্থিত ছিলেন— সমাজ সেবা অফিসার কামরুল হাসান রনি, মাধ্যমিক অ্যাকাডেমিক সুপারভাইজার আছিয়া খাতুন, ওরাই আপনজন সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক মো. ফারুকুল ইসলাম,  বরুড়া উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী মুফতি মোহাম্মদ মমিন উল্ল্যাহ ভুঁইয়া বিভিন্ন  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ   এবং গুরুত্বপূর্ণ কর্মকর্তা শিক্ষক ও সাংবাদিক বৃন্দ।

সভায় উপজেলার শিক্ষা, বাল্য বিবাহ, বরুড়া বাজারের যানজট, গাইড বাণিজ্য, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কমে যাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে।

বিআরইউ