ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে বসবাস করেন পথশিশু নাঈম (১২)। কিছুদিন পূর্বে অটোরিকশা দুর্ঘটনায় পায়ে আঘাত পায় সে। চিকিৎসার অভাবে নাইমের এক পায়ে ইনফেকশন হয়ে পঁচন ধরার মতো হয়ে যায়।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নজরে আসে তাহসিন তোহার পরে অসুস্থ নাঈমকে চিকিৎসার জন্য আখাউড়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান তোহা।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি জানতে পেরে ছাত্র সমাজের আমান উল্লাহ সামির, আহমেদ সামি, সিয়াম, সাগর, ইমরান চৌধুরী তারা নাইমকে উপজেলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার ওষুধ কিনে দেয়।
এ ব্যপারে জানতে চাইলে আহমেদ সামি জানান, পথশিশু নাইমের অসুস্থতার বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করে কিছু ওষুধ কিনে দেয়া হয়েছে। তার দেখভালের কেউ না থাকায় তাকে হাসপাতালে ভর্তি করিয়ে দেয়া হয়েছে।
ইএইচ