নাটোরে ৬৩০ টাকা কেজিতে মিলছে গরুর মাংস

নাটোর প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৪, ০৬:৫০ পিএম

নাটোরের মাদরাসা মোড়ে ভ্রাম্যমাণ জনতার বাজারে ৬৩০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি হচ্ছে।

এখানে সপ্তাহে মঙ্গলবার ও শুক্রবার ২ দিন গরুর গোশত বিক্রি হওয়ায় বাজারেও এর কিছুটা প্রভাব পড়েছে। যেখানে নাটোরের গরুর গোশতের দোকানগুলোতে কিছুদিন আগেও ৭০০ টাকা কেজির নিচে কসাইরা গোশত বিক্রি করতো না। সেখানে জনতার বাজারের কারণে গরুর গোশত বিক্রি করছে ৬৩০ টাকা কেজিতে। এতে কম আয়ের ক্রেতাদের মনে স্বস্তি ফিরেছে।

এই জনতার বাজারে একজন ক্রেতা সর্বনিম্ন ১০০ গ্রাম থেকে সর্বোচ্চ ৩ কেজি পর্যন্ত গরুর গোশত কিনতে পারবেন।

শুক্রবার সকাল ১০টার দিকে শহরের মাদরাসা মোড়ের এ জনতার বাজার পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক আসমা শাহিন।

বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে যেখানে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দ্রব্যমূল্য মানুষের ক্রয়সীমার বাইরে নিয়ে যাচ্ছে। সেখানে একদল তরুণ সাধারণ মানুষের হাতে ৬৩০ টাকা কেজিতে গরুর গোশত তুলে দেয়ার জন্য মানবিক যুদ্ধ তা সত্যিই অভাবনীয়।

তিনি বলেন, সমাজের আরও উদ্যোগী তরুণরা এভাবে জনতার বাজারের মতো গরুর গোশত বিক্রয়ের পাশাপাশি হাঁস, মুরগী, ছাগলসহ অন্যান্য পণ্য সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে ন্যায্যমূল্যে বিক্রয়ের উদ্যোগ নিলে নাটোরে অসাধু সিন্ডিকেট একসময় থাকবে না। তিনি তরুণদের এমন মহতী উদ্যোগে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

মাদরাসা মোড়ের এই জনতার বাজারে গরুর গোশত ৬৩০ টাকা কেজিতে পাওয়ার পাশাপাশি ডিম পাওয়া যাচ্ছে ৪৬ টাকা হালি, আলু ৬০ টাকা কেজি, লাউ ৪০ টাকা পিস। এছাড়াও ফুলকপি, পেঁপেসহ অন্যান্য সবজি পাওয়া যাচ্ছে কাঁচাবাজারের তুলনায় ১০ টাকা কমে।

ইএইচ