বালিয়াকান্দির সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি: প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৪, ০১:২৪ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  বীরমুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। 

শুক্রবার (২২ নভেম্বর) রাতে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।  

জানা গেছে, জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তুহিনুর রহমানকে ২০১৪ সালের ১২ জানুয়ারি তাকে অপহরণ, গুম ও চাঁদা আদায়ের জন্য নির্যাতনসহ খুনের চেষ্টা করে। তাকে নির্যাতন করাসহ ১০ লক্ষ টাকা চাঁদাদাবি করে। ৫ লক্ষ টাকা নেয় এবং বিভিন্ন মামলায় আদালতে সোপর্দ করে। 

দেশের পরিবেশ ভালো হওয়ায় গত ২৫ আগস্ট রাজবাড়ীর বালিয়াকান্দি আমলী আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় সেই দিনের নির্যাতনে যারা সরাসরি জড়িত ও নির্দেশ দিয়েছিল তাদেরকেই আসামি করা হয়েছে। মামলার আসামীরা হলো, সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম, বালিয়াকান্দি থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আবু সামা মো. ইকবাল হায়াত, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন,  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নায়েব আলী শেখ, নাছির উদ্দিন, নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নারুয়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কালাম, জিল্লুল হাকিমের ছেলে মিতুল হাকিম সহ অজ্ঞাতনামা ৩জন।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, ওই মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে । অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তাকে শনিবার সকালে রাজবাড়ি আদালতে সোপর্দ করা হয়েছে।

বিআরইউ