ধামইরহাটে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত নিহতদের স্মরণে সভা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৪, ০৬:৩৩ পিএম

নওগাঁর ধামইরহাটে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহত শহীদদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের।

এ সময় যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা সামসুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা রিপা, উপজেলা প্রকৌশলী আব্দুল হাকিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, নওগাঁ জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার এনামুল হক, বিএনপি নেতা মো. হানজালা, আনারুল ইসলাম, নওগাঁ জেলা বিএনপির মহিলাদলের সহ-সভাপতি বেলী খাতুন, শহীদ বায়েজীদের বড়ভাই কারিমুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি সাজিদ বিল্লা,ফয়সাল আহমেদ, রিফাতুল হাসান সৈকত প্রমুখ।

পরে ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের জন্য দোয়া প্রার্থনা করা হয়।

ইএইচ