চট্টগ্রামে আইনজীবী হত্যায় শনাক্ত ৬, আটক ৩০

চট্টগ্রাম ব্যুরো: প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৪, ১০:৫৩ এএম

চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম হত্যায় জড়িত সন্দেহে ৩০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটককৃতের মধ্যে ৬ জন ঘটনার সাথে সম্পৃক্ত রয়েছে বলে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আজ বুধবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার চট্টগ্রাম আদালত চত্বরে সংঘর্ষ চলাকালে এপিপি সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে ২১ জনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

এছাড়াও বন্দরনগরে ককটেলসহ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, ইসকন সমর্থকরা ওই আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে।

এদিকে, সিএমপি জানিয়েছে, চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ও আইনজীবী হত্যার অভিযোগে ৩০ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে নগরের কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে যৌথ বাহিনী।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ বলেন, আটকদের সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ও আইনজীবী খুনে মামলার প্রস্তুতি চলছে।

বিআরইউ