পিরোজপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণসভা

পিরোজপুর প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৪, ০৪:১৭ পিএম

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন আয়োজিত এ স্মরণসভায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তারের সঞ্চালনায় পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার পিরোজপুর (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত শেখ মোস্তাফিজুর রহমান, পিরোজপুর দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা মেজর কাজী জাহিদুর ইসলাম, পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুরের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ, গণধিকার পরিষদের পিরোজপুরের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুল ইসলাম মান্না, ছাত্র আন্দোলনের পিরোজপুরের সমন্বয়ক এস এম মেহেদী প্রমুখ।
এ সময় আন্দোলনে আহত সদস্যরা ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইএইচ