শ্রীপুরে লাগসই প্রযুক্তির প্রয়োগ সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৪, ০৪:২২ পিএম

মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ’ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ও শ্রীপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বাস্তবায়নে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সিনিয়র সাইন্টিফিক অফিসার মো. মোতালেব, সাইন্টিফিক অফিসার মো. মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটন, প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল প্রমুখ।

সেমিনারে উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ইএইচ