কুড়িগ্রামে বাসদের লাল পতাকা মিছিল

কুড়িগ্রাম প্রতিনিধি: প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৪, ১২:৫৬ পিএম

কুড়িগ্রামে বাসদের উদ্যোগে লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । বাসদের ৪৪ তম ও রুশ বিপ্লবের ১০৭ তম বার্ষিকী উপলক্ষ্যে গতকাল বুধবার বিকেলে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

শুরুতে শহীদ মিনার চত্বর থেকে একটি লাল পতাকা মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । পরে “সব হাতে কাজ চাই মর্যাদাপূর্ণ জীবন চাই ” অহ্বান এর মাধ্যমে শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়  । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ ।

কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমরেড ফুলবর রহমান এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড আব্দুল কুদ্দুস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এড. সামছুল হক সরকার, বাসদ নেতা জাহাঙ্গীর আলম,সাঈদ আকতার আমীন,দুলাল বোস,রোস্তম আলী বি এস , সিপিবি নেতা আক্তারুল ইসলাম রাজু প্রমুখ।

বক্তারা গণঅভ্যুত্থানের চেতনায় শোষণ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সমাজতন্ত্রের লড়াই বেগবান করার আহ্বান জানিয়ে বিভিন্ন দাবি তুলে বক্তব্য রাখেন ।

বিআরইউ