তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৪, ০৫:৪১ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত কয়েকদিন থেকে পর্যায়ক্রমে তাপমাত্রা কমতে শুরু করেছে। লাগাতার তিনদিন থেকে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে সর্ব উত্তরের এই উপজেলায়।

শনিবার সকালে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড৷

তবে দিনে রোদ থাকায় শীতের অনুভব অনেকাংশে কম হয়। সন্ধ্যার পর থেকে কুয়াশা ও উত্তরের হিমালয় বাতাস বইতে শুরু করে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, সকাল ৬টায় তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

এর আগে শুক্রবারে তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, টানা কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে এবং শনিবার চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে। তবে গত কয়েক দিনের তুলনায় কুয়াশা কমে গেছে। আকাশও মেঘমুক্ত। কুয়াশা কমে যাওয়ায় উত্তরের হিমেল বাতাস সহজেই তেঁতুলিয়ায় প্রবেশ করছে। এ জন্য বেশি শীত অনুভূত হচ্ছে। তবে দিনের বেলা রোদ থাকায় মানুষের মধ্যে স্বস্তিও মিলছে।

ইএইচ