৫৫ বছর বয়সী সেই শিক্ষার্থী বেলায়েতকে সম্মাননা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৪, ০৬:৫৬ পিএম

ঢাকার একটি অনুষ্ঠানে ৫৫ বছর বয়সী বিশ্ববিদ্যালয় পড়ুয়া সেই শিক্ষার্থী বেলায়েত শেখকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছেন বাংলাদেশ মেইল ২৪ নিউজের সম্পাদক এম. এ রাশেদ তালুকদার।

শুক্রবার বাংলাদেশ মেইল ২৪. কমের প্রতিনিধি সম্মেলন উপলক্ষ্যে রাজারবাগ হোটেল আশরাফী হলরুমে বাংলাদেশ মেইল ২৪. নিউজের সম্পাদক রাশেদ তালুকদারের সভাপতিত্বে ও সাব এডিটর লিয়ন আজাদের পরিচালনায় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মেইল নিউজএর প্রধান উপদেষ্টা ও প্রকাশক এ.বি জিয়াউদ্দিন হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ চলচ্চিত্র অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি, ৫৭ বছর বয়সী বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী বেলায়েত শেখ প্রমুখ।

অনুষ্ঠানে মফস্বল সাংবাদিকতা নিয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন এ বি জিয়াউদ্দিন হোসেন ও এম এ রাশেদ তালুকদার।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক নুরুল আমিন হেলালী, এসময় বাংলাদেশ চলচ্চিত্র অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তিকে বাংলাদেশ মেইল নিউজ এর পক্ষ থেকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।

বাংলাদেশের সবচেয়ে বয়স্ক শিক্ষার্থী বেলায়েত শেখ এর বাড়ি গাজীপুরের শ্রীপুর মাওনা। তিনি স্টেট ইউনিভার্সিটিতে সাংবাদিকতা বিভাগের ৭ম সেমিনারের শিক্ষার্থী, তিনি দৈনিক করতোয়া পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন, ৩ সন্তানের জনক বেলায়েত শেখ তার বৃদ্ধ মাকে নিয়ে সুখে আছেন।

ইএইচ