ফরিদপুরে পৌর ট্যাক্স কমানোসহ বিভিন্ন দাবিতে মিছিল ও স্মারকলিপি প্রদান

ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৪, ০৩:২৫ পিএম

ফরিদপুর পৌরবাসীর পৌর ট্যাক্স কমানো, পৌরসভার নিয়ন্ত্রণাধীন চলাচলের অযোগ্য রাস্তাগুলো পুনঃনির্মাণ, ব্যবহারযোগ্য পানির সরবরাহসহ পৌরসভার প্রশাসনিক দুর্নীতিমুক্ত করার দাবিতে মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টার দিকে ফরিদপুর সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি মিছিল পৌরসভায় আসে। এরপর সেখানে পৌরবাসীর উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু, দেলোয়ার হোসেন দিলা, ফাত্তাহ ইসলাম ফাত্তাহ, শামসুদ্দিন আরিফিন সাগর প্রমুখ।

পরে ফরিদপুর পৌরসভার প্রশাসক চৌধুরী রওশন ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

ইএইচ