পটুয়াখালীর মির্জাগঞ্জে দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর গড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় পটুয়াখালী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও মির্জাগঞ্জের দেউলী সুবিদখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আদনান হোসেন শাওনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত নয়টায় দিকে মির্জাগঞ্জ উপজেলার দেউলী বাজার এলাকার কালী বাড়ি মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম হাওলাদার বলেন, গ্রেপ্তার আদনান হোসেন শাওন মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি। তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে। আসামিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।
ইএইচ