ফেনীতে শতাধিক পরিবারকে জামায়াতের অর্থ সহায়তা

ফেনী প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৪, ০৮:০৪ পিএম

ফেনীতে বন্যা পরবর্তী পুনর্বাসনে শতাধিক পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার জেলার দাগনভূঞা উপজেলা ও পৌরসভা শাখা উদ্যোগে বন্যা পরবর্তী পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে ১১০ জন নারী-পুরুষকে নগদ ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা জামায়াত ইসলামির আমির মুফতী আবদুল হান্নান।

বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি জননেতা ডা. ফখরুদ্দীন মানিক ও ফেনী জেলা জামায়াতের  সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আবদুর রহীম।

দাগনভূঞা উপজেলা আমির মাওলানা গাজী ছালেহ উদ্দীন সভাপতিত্বে সেক্রেটারি মো. কামাল উদ্দীন পাটোয়ারীর সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন স্থানীয় পৌর নেতৃবৃন্দ।

ইএইচ