এলাকার নিরাপত্তার, চাঁদাবাজি, অপহরণ, দুষ্কৃতিকারীদের কার্যক্রম প্রতিরোধ ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার লক্ষ্যে জনসাধারণকে সচেতন করে তুলতে বান্দরবানের থানচিতে বিজিবির আয়োজনে গণসংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে।
বলিপাড়া জোন (৩৮ বিজিবি) জোন অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তৈমুর হাসান খাঁন পিএসসি, এসি সভাপতিত্বে গণসংযোগ সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও বিজিবি, পুলিশ, স্থানীয় প্রশাসন, বাজার কমিটি, পরিবহণ মালিক সমিতি ও শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে ৩ দিনব্যাপী থানচিতে পরিষ্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন পরিচালনার বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাকিব হাসান চৌধুরী, থানচি থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এসআই নাসির উদ্দীন মজুমদার, থানচি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান চশাথোয়াই মারমা পকশৈ, রেমাক্রি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুইশৈথুই মার্মা (রনি), তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা, থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অং প্রু ম্রো, বলিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা, থানচি মৌজা হেডম্যান হ্লাফসু মারমা প্রমুখ।
ইএইচ