সালথায় বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪, ০২:১১ পিএম

ফরিদপুরের সালথায় শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় উদযাপন ও বিজয় মেলা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, নবকাম পল্লী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ভারপ্রাপ্ত ডা. প্রীতম দাস, সালথা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলীমুজ্জামান প্রমুখ।

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ