বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনির উপর হামলা ও কয়েকটি গাড়ি পোড়ানোর মামলার আসামি এনামুল হোসেনকে আটক করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে পাথরঘাটা পৌর শহরের বন বিভাগের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক এনামুল হোসাইন বরগুনা পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, পাথরঘাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চরদুয়ানী ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামের আশরাফ আলী মাসুমের ছেলে।
পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক জানান, আটক এনামুল হোসেন শেখ হাসিনা সরকারের অবৈধ ভোটে চেয়ারম্যান হয়েছেন। তার বিরুদ্ধে বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনির উপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলা রয়েছে। সে একটি মামলার আসামি হয়েও প্রকাশ্যে কীভাবে ঘুরে বেড়ায়, বিষয়টি নিয়ে পাথরঘাটায় বিক্ষোভ মিছিল করা হয়। তারা প্রকাশ্যে ঘোরাফেরা করছে এবং আওয়ামী লীগের অ্যাজেন্ডা বাস্তবায়নের চেষ্টা ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। এনামুল হোসাইন বড় একটি মামলার আসামি হওয়ার পরেও প্রকাশ্যে ঘোরাফেরা করছিল। এ মামলায় বাকি আসামিদের গ্রেফতারের জোর দাবি জানান তিনি।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিএনপি`র ভাই চেয়ারম্যান নুরুল ইসলাম মনির উপর হামলার ঘটনায় মামলার নামীয় আসামি প্রকাশ্যে ঘোরাফেরা করছেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাথরঘাটা পৌর শহরের বন বিভাগের কার্যালয়ের সামনে থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান এনামুল হোসাইনকে আটক করা হয়। এনামুল হোসাইন ওই মামলার ৮৫ নম্বর আসামি। আটক এনামুল হোসাইনকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত ১৪ জনকে আটক করা হয়েছে।
ইএইচ