শেখ হাসিনার নাম পরিবর্তন করে শাহ্ সুলতান বিশ্ববিদ্যালয় নামকরণের দাবি

নেত্রকোণা প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪, ০৪:০৪ পিএম

শেখ হাসিনার নামে নেত্রকোণা জেলায় প্রতিষ্ঠিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক হজরত শাহ্ সুলতান কমর উদ্দিন রুমী (রহ.) বিশ্ববিদ্যালয় নামে নামকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১১টায় জেলা শহরের প্রাণকেন্দ্র পৌরসভার সামনের সড়কে নেত্রকোণা জেলাবাসী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- সোলায়মান ফকির, সানাউল হক মাসুম, সাবেক চেয়ারম্যান এস এম শফিকুল কাদের সুজা, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, সাবেক চেয়ারম্যান ফরিদ আহমেদ ফকির, সেলিকুর রহমান ফকির স্বপন, সাবেক চেয়ারম্যান ইমরান খান চৌধুরী, এনাম আহমেদ, তাজ উদ্দিন ফারাস সেন্টু, চেয়ারম্যান নাজমুল হক ও লুৎফুর রহমান প্রমুখ।

পরে মানববন্ধনকারীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামানের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

ইএইচ