নাতির মৃত্যুর খবর শুনেই হৃদ্‌ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন নানি

ধুনট (বগুড়া) প্রতিনিধি: প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৪, ০৩:২২ পিএম

বগুড়ার ধুনটে পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এস, এম আব্দুল হালিম (৪২) ব্রেইন স্ট্রোক করে মৃত্যুবরণ করেছে। আদরের নাতির মৃত্যুর খবর শুনে হৃদ্‌ক্রিয়া বন্ধ হয়ে আয়েশা বেওয়া (নবতিপর) বয়সী বৃদ্ধা নানিও মারা গেছেন। 

সোমবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৮ টার দিকে উপজেলার মাটিকোঁড়া গ্রামে এ ঘটনা ঘটে। আয়েশা বেওয়া ওই গ্রামের মৃত আবুল হোসেন আকন্দের স্ত্রী। যুবদল নেতা আব্দুল হালিম যমুনা তীরবর্তী শহরাবাড়ি গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি স্বপরিবারে ধুনট শহরে স্থানীয়ভাবে বসবাস করেছিলেন। একই দিনে নানি নাতির এমন হৃদয় বিদারক মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

জানা যায়, গত সোমবার সন্ধ্যায় চিকাশি ইউনিয়নের জোড়শিমুল বাজার এলাকায় দলীয় একটি উঠান বৈঠকে বক্তব্য দেন আব্দুল হালিম। বক্তৃতাকালে অতীতে বিরোধীদলে থাকা অবস্থায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের নির্যাতনের স্মৃতিচারণ করতে গিয়ে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে। পরে সেখান থেকে নেতাকর্মীরা তাকে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

আদরের নাতির এমন মর্মান্তিক মৃত্যুর খবর সইতে না পেরে তার বৃদ্ধা নানিও হৃদ্‌ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করে। মৃত্যুর পূর্বে বক্তব্য বলেন বিগত ১৯৯৯ সালে যখন ৯ মাস ডান্ডাবেড়ি পরা অবস্থায় কারাগারে ছিলাম। তখন যতটা কষ্ট না পেয়েছি। এই স্বৈরাচারী খুনি হাসিনার ১৭ বছরের প্রতিটা রাতে মনে হয়েছে সকাল আর হয়ত পাব না। একথা বলার পরেই সে বুকে ব্যথা অনুভব করে। তখন নেতাকর্মীদের বলেন আমার ভালো লাগছে না। স্থানীয় নেতাকর্মীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

বিআরইউ