শিবালয়ে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ

মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪, ০৪:২২ পিএম

মানিকগঞ্জের শিবালয় উপজেলার বাড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো. রফিকুল ইসলাম অ্যাডিশনের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।

বুধবার দুপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবৈধ নিয়োগ বাণিজ্য, স্বেচ্ছাচারিতা, আওয়ামী লীগের দোসর, নিজ ক্ষমতা বলে পকেট কমিটি গঠনসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে শিক্ষার্থী-অভিভাবক, এলাকাবাসী ও ভুক্তভোগীরা এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে ব্যানার হাতে শিক্ষার্থী-অভিভাবক, এলাকাবাসী ও ভুক্তভোগীরা জড়ো হন। এরপর তারা জাফরগঞ্জ-উথলি আঞ্চলিক সড়কের বাড়াদিয়া বাজারে অপসারণ দাবিতে নানা স্লোগানে মানববন্ধন করেন।

এ সময় শিক্ষার্থী-অভিভাবক, এলাকাবাসী ও ভুক্তভোগীরা প্রধান শিক্ষকের নানা অনিয়ম ও দুর্নীতির বিষয়ে বক্তব্য দেন। মানববন্ধন শেষে বাজারের ভেতর বিক্ষোভ মিছিল করেছেন তারা। 
এ ব্যাপারে জানতে ফোনে যোগাযোগ করা হলে বাড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো. রফিকুল ইসলাম অ্যাডিশন কথা বলতে রাজি হননি।

ইএইচ